নীলফামারীর ডোমারে ধ্রুবতারা বিতর্ক পরিষদের আয়োজনে এবং নীলফামারী জেলা পরিষদের বাস্তবায়নে দিনব্যাপী “বিতর্ক উৎসব-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল “যুক্তির মশালে জ্বলে উঠুক বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান আন্তঃবিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন, আহ্বায়ক ধ্রুবতারা বিতর্ক পরিষদ, ডোমার। স্বাগত বক্তব্য দেন জয় লালা, সদস্য সচিব ধ্রুবতারা বিতর্ক পরিষদ। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সোলেমান আলী, প্রভাষক, নীলফামারী সরকারি কলেজ। ধ্রুবতারা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ বিন আমিন সুমন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম আশরাফ, সভাপতি পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়; ফাতেমাতুজজোহরা, সিনিয়র শিক্ষক ডোমার বালিকা বিদ্যালয়; এবং উপজেলার বিভিন্ন স্কুলের সিনিয়র শিক্ষকবৃন্দ।
উপজেলার প্রায় ১৬টি উচ্চ বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে প্রতিটি রাউন্ডে প্রতিপক্ষ নির্ধারণ করে দিনব্যাপী তিনটি ভেন্যুতে একযোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিতার্কিক এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা।
ধ্রুবতারা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদ বিন আমিন সুমন বলেন, শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা ও বাগ্মিতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।