শিরোনাম
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

নীলফামারির সৈয়দপুরে গৃহপরিচারিকাকে খুন করে ঘরে ডাকাতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকায় একটি বাড়ি থেকে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত নারী শামসুন্নাহার বেগম (৭৫) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের দূরসম্পর্কীয় বোন ও কাজের লোক হিসেবে ছিলেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

শিক্ষিকা রহিলা বেগম জানান, প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার পর দুপুরে বাসায় ফিরে দরজায় নক করেও সাড়া মেলেনি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে তিনি বৃদ্ধাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় প্রচুর আঘাতের চিহ্ন ছিল। বাসার আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৪৫ হাজার টাকা নগদ, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভি।

নিহতের ছেলে সামসুল বলেন, সকাল ১১টার দিকে মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়। তিনি শরীর খারাপের কথা বলেন। দুপুরে হঠাৎ জানানো হয় মা মারা গেছেন। এসে দেখি মাকে হত্যা করা হয়েছে। এখনও লাশ দেখতে দেয়নি পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও লাশ জিম্মায় নিয়েছে। রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ