রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী।
তবে আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে।
প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ৮৩ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।
এ ঘটনায় ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।