শিরোনাম
দেশে মব সন্ত্রাসে চার বছরে মৃত্যুহার বেড়েছে পাঁচ গুণ জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত ২০ ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাইযোদ্ধা’ আটক ১২০তম জন্মদিন পালন করলেন শ্রীমঙ্গলের রাম সিং গড়, আসল বয়স ১৩৬ সাদা পাথর লুটপাট: সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না : রিজওয়ানা রাজাকার, রাজাকার স্লোগানের পর ঢাবির ভিসিকে যা বলেছিলেন শেখ হাসিনা ২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতুর সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার ২৪ ঘণ্টায় কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন; বিশেষ পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক প্রবীর
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

নির্যাতন সইতে না পেরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ডেস্ক রিপোর্ট / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না অবশেষে পুলিশের হাতে তুলে দিলেন এক ভুক্তভোগী মা। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার গ্রিনরোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে টাকার জন্য মায়ের উপর ব্যাপক নির্যাতন করতেন ছেলে ফাহিম হাসান। ছেলের অমানুষিক নির্যাতনের বিষয়ে মায়ের অভিযোগের ভিত্তিতে ফাহিমকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন ফুলপুর পুলিশ।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

ফুলপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, ফাহিম হাসান (২৩) পৌরসভার গ্রিনরোডের ব্যবসায়ী মৃত আব্দুল্লাহর ছেলে। প্রায় তিন বছর আগে মারা যান আব্দুল্লাহ। ছেলে ফাহিম হাসান পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন।

হঠাৎ স্কুলে বখাটেদের সঙ্গে জড়িয়ে মাদকাসক্ত হয়ে পড়েন ফাহিম হাসান। প্রতিদিনের মতো গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতেও সে মাদক সেবন করে বাসায় ফেরে এবং মা ছালমা বেগম ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালায়। টাকা না দেওয়ায় ঘরের আসবাব ভাঙচুরও করে।

এ সময় অসহায় মায়ের অভিযোগে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদিসহ পুলিশ সদস্যরা।

এ সময় ফাহিমকে ঘটনাস্থল থেকে মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভুক্তভোগী মা, বোন এবং বোন জামাইয়ের জবানবন্দির ভিত্তিতে ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, মাদক সেবনের অভিযোগে ফাহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ