লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের মধ্যে হিরামানিক গ্রামে বসবাসকারী এক অসহায় পরিবার আজ শুক্রবার বিকাল ৪টায় হিরামানিক এলাকায় সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে পরিবারটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। জমি দখলের জন্য একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা।প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন।তাদের পরিবারের কয়েকজনকে গুরুতর আঘাত করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী দখলদাররা প্রশাসনের প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। ফলে পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
এ সময় অসহায় পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দখলকৃত জমি ফেরত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য পাঠ করেন। এ সময় পরিবারটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।