আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ের সম্ভাবনার কথা জানিয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে বর্তমানে দুটি বড় রাজনৈতিক দল রয়েছে, একটি দলের সমর্থন ২৪% এবং আরেকটির ২১%। অপরদিকে ৪৮% ভোটার এখনো নীরব, যারা জামাতে ইসলামী বা বিএনপির সঙ্গে যুক্ত নয়। এই নীরব ভোটাররা দেশের জন্য যেটি ভালো হবে সেটি বিচার করেই সিদ্ধান্ত নেবে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি এই নীরব ভোটারের ৩০% আমাদের সঙ্গে আসে, তাহলে জামায়াতে ইসলামী কমপক্ষে ৫১% সমর্থন পাবে। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের আগে জামায়াতে ইসলামী ১০% থেকে ১২% সমর্থন পেত, কিন্তু বর্তমানে তা প্রায় দ্বিগুণ হয়েছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাবে ইনশাআল্লাহ। তিনি সপ্তাহে অন্তত তিন দিন নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার জন্য দলের কর্মীদের প্রতি আহ্বান জানান।
বুধবার ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সোনাগাজী ফোরাম ঢাকা’ আয়োজিত এক মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের এসব কথা বলেন। ফোরামের সভাপতি ইবরাহীম বাহারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক।
তিনি বলেন, আজকের মিলনমেলা প্রমাণ করেছে যে সোনাগাজীর মানুষ কতটা সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে ‘সোনাগাজী ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা করি।