শিরোনাম
শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি: পুলিশ বলছে ‘এআই’ দিয়ে তৈরি, ফটো সাংবাদিকরা বলছেন ‘রিয়েল’ জুলাই সনদের আগে নির্বাচনি রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি পুলিশের গাড়ি আটকিয়ে মারধর করে আসামি ছিনতাই করে পালালো সহযোগীরা জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, এখন তারাই আক্রমণ করছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল বগুড়ায় অভিনব কায়দায় হানি ট্র্যাপিং: নগ্ন ছবি তুলে ৪ লাখ টাকা দাবি, আটক ৭ পুকুর থেকে চোখ-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার, সন্দেহে বড় ভাইসহ আটক ২ সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না: তানভীর হুদা ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

এয়োদশ সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণায় ‘বিএনপি খুশি’ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমনটাই বলেন। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে, এই রোডম্যাপ থেকে বুঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহন করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি।

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ জি ’।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুমোদন করে। দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।

সংলাপ, মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটিভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচি রোডম্যাপে স্থান পেয়েছে।

বিএনপি মহাসচিবের মতো দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ‘সুসংবাদ’ বলে মন্তব্য করেছেন। বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে এটা সুসংবাদ। আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ।

তিনি বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, একাউন্টেবল থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ