নওগাঁর ধামইরহাটে জামায়াতে যোগ দিয়েছেন এক খেলনা ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. মাহতাব হোসাইন। মঙ্গলবার রাতে উপজেলার খেলনা বাজার জামে মসজিদে এশার নামাজ শেষে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানের নিকট সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।
এ সময় খেলনা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মো. আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ নাহিদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাহতাব বলেন, আমি নিজ ইচ্ছাতেই জামায়াতে যোগ দিয়েছি, অতীতের বিষয়ে কোনো কথা বলতে চাই না।