শিরোনাম
পঙ্গু হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ অর্ডার দিয়ে যান শেখ হাসিনা পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের লাশ উদ্ধার রাজধানীতে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার লাগাল ‘জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি’ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো দেখেই মানুষ রাস্তায় নেমেছিলো, সমন্বয়কদের ডাকে নয় নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নিউইয়র্কে জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে ’জয় বাংলা স্লোগান’, বিএনপি-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা; হতে পারতো বড় কোনো দুর্ঘটনা! “১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” – ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি একসঙ্গেই থাকতেন প্রবাসী ৩ বন্ধু, সড়ক দুর্ঘটনায় একই বাইকে প্রাণ গেলো তিনজনের!
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

নিউইয়র্কে জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে ’জয় বাংলা স্লোগান’, বিএনপি-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ ঘটনা ঘটে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে যুবলীগকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেন। ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে।

এর জেরে বিএনপির ও যুবলীগ কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইত্যাদি নামক একটি মুদি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ