রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তা সম্প্রতি সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর কমিউনিটি ক্লিনিক থেকে জানকিনাথপুর অভিমুখী এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স এবং কৃষিপণ্য বহনকারী যানবাহনের জন্য এটি একটি অপরিহার্য সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসীর দুর্ভোগের সীমা ছিল না। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ মেলেনি।
অল্প বৃষ্টিতেই কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়া এই রাস্তাটি এখন ব্যবহারযোগ্য করে তুলেছে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ। সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে ও শ্রমে রাস্তায় রাবিশ (ইটের টুকরা) ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।
স্থানীয় বাসিন্দা ও নিশ্চিন্তপুর বড় জামে মসজিদের সভাপতি মোঃ সাদেক আলী বলেন, “আজকের তরুণরাই ভবিষ্যতের আশার আলো। নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ তার প্রমাণ রেখেছে। তাদের এই উদ্যোগে শুধু একটি রাস্তা সংস্কার হয়নি, একটি জনপদের স্বস্তি ফিরেছে। এই সংগঠনের প্রতিটি সদস্য আমাদের গর্ব।”
উল্লেখ্য, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি মাত্র ১৮ জন সাহসী যুবকের হাতে প্রতিষ্ঠিত হয় নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ। সংগঠনটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের খাদ্য সামগ্রী প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, গরিব মেধাবীদের পুনরায় স্কুলে ভর্তি করানো, বাল্যবিবাহ রোধ এবং সমাজ উন্নয়নের নানা কার্যক্রমে সংগঠনটি প্রশংসিত হচ্ছে।
এলাকার তরুণদের কাছে এই নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ সংগঠনটি এখন এক প্রেরণার নাম। জনমানুষের ভালোবাসা আর সামাজিক দায়িত্ববোধই তাদের পথ চলার প্রেরণা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সুলতান মারজান (হৃদয়) বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করি। নিঃস্বার্থভাবে মানুষের উপকার করাই আমাদের উদ্দেশ্য। রাস্তার এই সংস্কার কাজ আমাদের চলমান কার্যক্রমেরই একটি অংশ। আমরা চাই মিঠাপুকুর তথা দেশের প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবী উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক। সমাজের প্রতিটি অনিয়মের বিরুদ্ধে আমরা সচেতন এবং সংবেদনশীল। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াতে পারি।”