নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং হেফাজতে ইসলামের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। আগামীকাল মহাসমাবেশের আগে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
শুক্রবার (২ মে) বাদ জুমআা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
হেফাজতে ইসলামের নেতা অধ্যক্ষ মো. আবু তাহের খান বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব হাদিস-কোরআন বিরোধী। শুধু এই প্রতিবেদন নয়, পুরো কমিশন বাতিল করতে হবে। এই কমিশনের সদস্যরা ভারতী এজেন্ট বলেও দাবি জানিয়েছেন তিনি।
যাত্রাবাড়ী জোনের নেতা মুফতি শরীফুল্লাহ বলেন, আমরা শান্তি প্রিয় জনগণ কিন্তু ইসলাম বিরোধী কোনো কিছু হলে আমরা শান্ত থাকতে পারি না। দ্রুত নারী কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে।
হেফাজতে ইসলামের নেতা মুফতি ফকরুল ইসলাম বলেন, বর্তমান ইউনুস সরকার আপনি বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে নয় বরং শাপলা চত্বরের প্রতিটি রক্তের ফোটার বিনিময়ে ক্ষমতায় এসেছেন। তাই ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিবেন না যাতে তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আগামীকাল মহাসমাবেশের আগে যদি হেফাজতে ইসলামের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মহিউদ্দিন রব্বানী বলেন, আপনি যাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন তাদের বিরুদ্ধে কাজ শুরু করেছেন। আমরা বলতে চাই, আগামী কালের মধ্যে আমাদের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া কুরআন-হাদিস বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিবেন না।
সমাবেশ হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও মুনাজাতের মধ্যে কর্মসূচি সমাপ্ত হয়।