নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বাংলাহিলি চার মাথায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় এবং কলো পতাকা উত্তলন করেন বিভিন্ন কুলি শ্রমিক সংগঠন সহ বিএনপর নেতাকর্মীরা । পরে সকলেন উপস্থিতে কালো ব্যাচ ধারণ করেন।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর শ্রমিক দলের আহবায়ক ওমর আলী মল্লিক, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা স্বেচ্ছোসেবক দলের আহবায়ক আলী হোসেন, আসমান হোসেন বাবু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সহ অনেকে উপস্থিত ছিলেন৷