শিরোনাম
সাদুল্লাপুরে ধর্ষণ মামলা করে নিরাপত্তাহীন বাদীর পরিবার আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ২৫০ ভারতীয় সেনা নিহত, গোপনে জানাচ্ছে সম্মান হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে, আরেক দিকে ভোট পেছানোর দাবি করছে : রিজভী ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে, করোনা শনাক্ত ৩ নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ— ইসলাম : ড. মাসুদ শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে রাখা হবে : আখতার হোসেন সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম রেস্টহাউজে নারীসহ পুলিশের ওসি, আটক করে চাঁদা দাবি ছাত্রদল নেতার
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ— ইসলাম : ড. মাসুদ

ডেস্ক রিপোর্ট / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ, আর তা হলো ইসলাম।

রোববার (০৬ জুলাই) সকাল ১০টা দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফলে এক শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলার ৮ নম্বর মদনপুরা ইউনিয়নের উদ্যোগে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে মধ্যমদনপুরা মসজিদ মাঠে এ শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সর্বাঙ্গিন কল্যাণ কামনা করেন। নিজ নির্বাচনী এলাকার নিজ ইউনিয়নের নেতাকর্মীসহ উপস্থিত সবার সামনে ছোটবেলার স্মৃতিচারণ ও তার মরহুম বাবার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আমি আপনাদের চোখের পানির ঋণ ইনশাআল্লাহ পরিশোধ করব উল্লেখ করে তিনি বলেন, এই মদনপুরাতে কোনো প্রোগামে এলে খবর দিতো যে, পুলিশ আসছে আপনারা পালিয়ে যান। আল্লাহ সেই পরিবেশ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এখন সেই পরিবেশ আর নাই। আজকের এই সুন্দর পরিবেশ সেই জুলাই-আগস্টের শহীদ ও আহতদেরকে স্মরণ করিয়ে দেয়।

জামায়াত নেতা মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউকে এমপি বানানোর জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করি, আমরা আহ্বান জানাই। মানুষের তৈরি মতবাদ ৫৩ বছর আমরা দেখেছি, আমাদের পরিবর্তন হয় নাই। আপনারা এ বছর একটাবার আমাদের সুযোগ দেন, আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই।

ড. মাসুদ বলেন, শেখ হাাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে গোটা বিশ্বকে জানিয়ে গেছে জুলাই আন্দোলনের মূল শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির। কারণ সে জানাত, তার সব গোয়েন্দা সংস্থা তাকে তথ্য দিয়েছে এই আন্দোলনের সামনে-পেছনে, ডানে-বামে কারা, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। এখনো বিভিন্ন ফুটেজ টেলিভিশনে পাবেন। অথচ এখনো কোনো কোনো মহল চোখ থাকতে অন্ধ হয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা খুঁজে তারা পায় না।

নিজ নির্বাচনী এলাকার বিষয়ে জামায়াত নেতা ড. মাসুদ বলেন, আমি বাউফলে কোনো রাজনীতি করি না। গোটা বাউফলবাসীই আমার রাজনীতি। আমি গোটা বাউফলবাসীকে ভালোবাসি। আমাদের এই সুন্দর বাউফলটাকে সাজানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। পরিবারতন্ত্র বাংলাদেশ কিংবা এই বাউফলের মানুষ আর বাছাই করবে না। বিগত ১৭ বছরে বাউফলের মানুষের থেকে আমরা বিচ্ছিন্ন থাকি নাই। তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করছি। ইসলামের ভিত্তিতে আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ঘুষ-দুর্নীতিমুক্ত বাউফল বিনির্মাণে কাজ করে যাচ্ছি।

আমরা বলেছি, কোনো মানুষকে এই বাউফলের এমপি বানাব না। এমপি হবে এই বাউফলের মানুষের একজন খাদেম। একজন সেবক। এবার সততা, নৈতিকতা, দক্ষতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম এমন একজন খাদেম হবে বাউফলের এমপি। একজন সেবক হবেন বাউফলের সাড়ে ৪ লাখ মানুষের এমপি। আমি আপনাদের পাশে থাকব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ