জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শেষ হলো জাতীয় পর্যায়ের কেস প্রতিযোগিতা ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে।
রবিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
দেশজুড়ে তিন শতাধিক দল অংশ নেয় প্রতিযোগিতায়। তিনটি বাছাই রাউন্ড অতিক্রম করে কয়েকটি সেরা দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। ফাইনালে ছিল টানটান লড়াই। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ব্যাকসিট ড্রাইভার্স। প্রথম রানার-আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিম মেট্রো এবং দ্বিতীয় রানার-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর হাতিমাতিম টিম। বিজয়ী দলগুলোর মধ্যে সর্বমোট এক লাখ দশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণরা ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান ও কৌশলগত চিন্তাধারার দক্ষতা তুলে ধরেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।