শিরোনাম
হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন মিঠাপুকুরে গ্রেফতার এড়াতে পলাতক অধ্যক্ষ,স্থবির পাঠদান আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও তামাক ক্রাশঃ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৫ আগস্টের পর থেকে অপুর সঙ্গে যোগাযোগ নেই : উপদেষ্টা আসিফ হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ অপুকে গ্রেপ্তারের আগে অপহরণ করে আসিফ-নাহিদের নাম শুনতে চাওয়া হয়: অপুর স্ত্রী রংপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ, নিধন হলো সব মাছ, ক্ষতির পরিমাণ প্রায় ৫৭ হাজার টাকা।
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ল্যাপটপের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে তিনি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক অগ্রগতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইট থেকেই। র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই আমরা নতুন ওয়েবসাইটটি তৈরি করেছি।”

অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইইই বিভাগের প্রধান ড. মো. আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

আগের ওয়েবসাইটটি পুরনো ও আধুনিক সুবিধাবঞ্চিত হওয়ায় নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে আধুনিক ফিচার, তথ্যসমৃদ্ধ কনটেন্ট ও দৃষ্টিনন্দন নকশা নিয়ে। তবে ওয়েব ঠিকানা অপরিবর্তিত থাকছে— www.jkkniu.edu.bd। প্রতিটি বিভাগ ও দপ্তরের তথ্য হালনাগাদের জন্য একজন করে অ্যাডমিন নিয়োগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তারা চাইলে নিজ নিজ তথ্য আপডেটের জন্য আইসিটি সেল থেকে আইডি ও পাসওয়ার্ড নিতে পারবেন। ওয়েবসাইটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ