জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে এলেন অর্থনীতি বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সা’দ কবির।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে সা’দ কবির লেখেন, দীর্ঘ ১৭ বছর পর শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলেও জাককানইবিতে এখনো ছাত্র সংসদ গঠিত হয়নি। তিনি বলেন, “অতিসত্বর ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই, অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার নিজেরাই আদায় করে নেবে।”
তিনি আরও দাবি করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবির মধ্যেও ছাত্র সংসদ নির্বাচনের কথা উল্লেখ ছিল। ইতোমধ্যে সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও জাককানইবিতে কোনো অগ্রগতি নেই।
এ বিষয়ে যোগাযোগ করলে শিবির সভাপতি সা’দ কবির বলেন, “আমাদের কমিটির ব্যাপারে এটা ওপেন সিক্রেট, যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। খুব শিগগির প্রকাশ করা হবে। আমাদের কমিটি ৮ সদস্য বিশিষ্ট।”
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এমন কোনো পরিস্থিতি নেই যে কারো গোপন থাকতে হবে। সবাই স্বাধীনভাবে রাজনৈতিক অধিকার চর্চা করছে। শিবির যদি সংগঠন চালায় তবে তাদের প্রকাশ্যে আসা উচিত।”
এ ছাড়া শিবিরের ৮ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ফোকলোর বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বলে জানা গেছে।