সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ এর রংপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার উদ্দেশ্যে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নাহিদ হাসান খন্দকারকে আহ্বায়ক এবং শরিফ মিয়াকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ রাসেল রাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ জুলাই (বৃহস্পতিবার) এই কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটি রংপুর জেলায় ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
- আহ্বায়ক: নাহিদ হাসান খন্দকার (ছাত্র)
- যুগ্ম-আহ্বায়ক: আল শামস সিয়াম (ছাত্র)
- সদস্য সচিব: শরিফ মিয়া (ছাত্র)
- যুগ্ম-সদস্য সচিব: সারোয়ার রহমান (ব্যবসায়ী)
- মুখপাত্র: জান্নাতুল নাঈম (ছাত্র)
- সহ-মুখপাত্র: ইয়াসিন আরাফাত রোকন (ছাত্র)
- মুখ্য সংগঠক: নাসির উদ্দিন
- সংগঠক: মোঃ সাইমুম ইমতিয়াজ স্মরণ (ছাত্র)
- সংগঠক: আশিকুর রহমান আশিক (ছাত্র)
- দপ্তর সম্পাদক: নাজমুস সাকিব (ছাত্র)
- সহ-দপ্তর সম্পাদক: ইন্দ্রজিৎ কুমার রায় (ছাত্র)
- সদস্য: সোহরাব আহমেদ রাফি (ব্যবসায়ী)
- সদস্য: শফিকুল ইসলাম শফিক (ছাত্র)
- সদস্য: মেজবাহ রায়হান (ছাত্র)
- সদস্য: আশরাফী জান্নাত অন্ত (ছাত্রী)
- সদস্য: ফজলে রাব্বী (ছাত্র)
- সদস্য: সাদিয়া সুলতানা যোথী (ছাত্রী)
- সদস্য: শাকিল আলম (ছাত্র)
- সদস্য: শাহজাদা আহসান হাবীব (ছাত্র)
- সদস্য: শাকিল সরকার (ছাত্র)
- সদস্য: কিয়াস মাহমুদ কাব্য (ছাত্র)
- সদস্য: তানমুন তাবাসসুম জ্যোতি (ছাত্রী)