শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত থাকবে আহত বাচ্চাগুলোকে প্রয়োজনে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে দিল্লি আনা হোক উদ্বোধনের চার বছরেও চালু হয়নি খানসামার ২০ শয্যার হাসপাতাল, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত মিঠাপুকুরে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে খরস্রোতা মানাস নদী আজ বর্ষা মৌসুুমেও পানি শুন্য। বাবার কপালে চুমু খেয়ে ক্লাসে যেত হুমায়রা, মেয়ের কফিনে চুমু দিয়ে বিদায় দিলেন বাবা সিও বাজারে গ্যাস পাম্প বিস্ফোরণ; দুটি কারণ অনুসন্ধান করেছে বিস্ফোরক পরিদপ্তর মাইলস্টোন ট্রাজেডি; হতাহতের জন্য বেরোবিতে বিশেষ দোয়া
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

দেশ যেভাবে চলছে, জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ: শফিকুর রহমান

স্থানীয় রিপোর্ট / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

দেশ যেভাবে চলছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার রংপুর সদরের মমিনপুরে জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর, পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টার সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার সাক্ষী, মন্দ করলেও সেটার সাক্ষী।’

শফিকুর রহমান বলেন, ‘এমন একটা বাংলাদেশ চাই, যে দেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। যে বাংলাদেশে কেউ ঘুষ নেবে না, ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশটাই চাই।’

শফিকুর রহমান আরও বলেন, ‘জাতি ও বিশ্ববাসীকে সাক্ষী রেখে বলেছি, জামায়াত ইসলামী থেকে আগামী দিনে মহান মাবুদের ইচ্ছায়, আপনাদের ভালোবাসা ও সমর্থনে যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পাই, আল্লাহ ভালো জানেন, তাহলে যাঁরা মন্ত্রী হবেন, আগামী দিনে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না।’

এক দেশে দুই আইন চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আগে ঘর সামলাই, তারপর বাইরও সামলাব ইনশা আল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেব না, কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদের ভেতরে, রাজপথে, গর্জন করব আপনাদের সঙ্গে নিয়ে।’

নেতাদের উদ্দেশে জামাতের আমির বলেন, ‘রাজনীতিতে যাঁরা আসবেন, তাঁদের প্রতি আমার বিনয় অনুরোধ। ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না। চোরের মানসিকতা নিয়ে আসবেন না। রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষকে ভালোবাসা, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করার। যাঁরা এটা পারবেন, তাঁরা রাজনীতিতে আসেন।’

জামায়াত আমির আরও বলেন, ‘যাঁরা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় যাঁরা গড়ে তুলবেন; তাঁদের আমি অনুরোধ করব, এর চেয়ে ভিক্ষা অনেক ভালো, সেটা করুন। এভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ।’

এর আগে পাবনা থেকে হেলিকপ্টারযোগে মমিনপুর উচ্চবিদ্যালয় মাঠে নামেন জামাতের আমির। সেখানে ঢাকায় জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সড়কপথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের উদ্দেশে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ