শিরোনাম
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি মাইলস্টোন ট্র্যাজেডি : মৃত্যুর কাছে হার মানলো ১৩ বছরের জারিফ গাইবান্ধায় বিয়েবাড়িতে সাবান-স্নো না থাকায় নারীদের তর্কযুদ্ধ; বরপক্ষকে আটকে রাখার অভিযোগ ৪-৫ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি: নাহিদ ইসলাম রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ একজন আটক একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা : টুকু দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু আয়মান মাইলস্টোন ট্র্যাজেডি: সেদিন ৫ বন্ধুকে একাই বাঁচিয়েছিলেন সূর্য রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

দেশ যখন কাঁদে, তখন বুক চিতিয়ে দাঁড়ান এই তরুণেরা

ডেস্ক রিপোর্ট / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

২১ জুলাই ২০২৫—এক ভয়াবহ দুপুর। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন সময় হঠাৎই আছড়ে পড়ে একটি বিমান। মুহূর্তেই স্কুল ভবনের একাংশ আগুনের লেলিহান শিখায় ছারখার হয়ে যায়। চারদিকে আতঙ্ক, কান্না, ধোঁয়ার কুণ্ডলী আর হাহাকার। কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ নিথর পড়ে আছে মাটিতে—এ যেন বাস্তব নয়, যেন সিনেমার ভয়াবহ কোনো দৃশ্য।

তবে এই ট্র্যাজেডির ভয়াবহতা ছাপিয়ে উঠে আসে দুই সাহসী সেনাসদস্যের নির্ভীক বীরত্ব—একজনের নাম শেখ কামরুজ্জামান স্কাই, আরেকজন নাম না-জানা, কিন্তু হৃদয়ে চিরস্মরণীয়।

কোনো নির্দেশ—তবুও ছিল দায়িত্ববোধ, ছিল মানুষের প্রতি ভালোবাসা, আর বিপন্ন প্রাণের পাশে দাঁড়ানোর অদম্য সংকল্প।

একজন ‘স্কাই’—যিনি শুধু কণ্ঠ নয়, ছিলেন আশার ছায়া হয়ে পাশে!

সেনাবাহিনীর তরুণ সদস্য শেখ কামরুজ্জামান স্কাই। ঘটনার সময় তিনি ছিলেন ঘটনাস্থলে এবং নিজে থেকেই হাত বাড়িয়ে দাঁড়ান মানুষদের পাশে। এক হাতে হ্যান্ড মাইক, অন্য হাতে পানি বা সহায়তার হাত—তিনি সেদিন একাই যেন প্রাণ সঞ্চার করেছিলেন গোটা এলাকায়।

দুপুর থেকে রাত অবধি তাকে দেখা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে, আহতদের পাশে দাঁড়াতে, রক্ত জোগাড় করতে। বারবার তার মুখে শোনা গেছে সেই বেদনাঘন চিৎকার:

“রক্ত লাগবে, রক্ত! ইমারজেন্সি নেগেটিভ ব্লাড লাগবে! ভাইয়েরা কেউ কি আছেন? দ্রুত ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান!”

ঘেমে ভেজা শরীর, মুখে ধুলোর ছাপ—তবুও চোখে ক্লান্তির লেশমাত্র নেই। বরং তাতে ছিল দায়িত্বের দৃঢ়তা ও মানুষের জন্য এক অফুরন্ত ভালোবাসা।

শেখ কামরুজ্জামান স্কাই-এর বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে। শৈশব কেটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামে নানা বাড়িতে। কঠোর পরিশ্রম আর ত্যাগে গড়া জীবন তাঁর। বর্তমানে তিনি ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে দায়িত্বে আছেন।

অপরিচিত সেই সেনাসদস্য—নীরব বীরত্বের নাম!

দ্বিতীয় ছবির সেনাসদস্যটির নাম আমাদের অজানা। কিন্তু তাঁর কাজ তাঁকে অমর করে তুলেছে মানুষের মনে।

এক ভাইরাল ছবিতে দেখা যায়—তিনি কোলে করে নিরাপদে সরিয়ে নিচ্ছেন একটি আতঙ্কিত স্কুলশিশুকে। সেই শিশুর চোখে-মুখে মৃত্যুভয়, কিন্তু তাঁর বুকে ছিল নির্ভরতার আশ্রয়।

এই সৈনিক কেবল দায়িত্ব পালন করেননি, বরং ছিলেন একজন প্রকৃত ভাইয়ের মতো। মানুষের ভালোবাসার জন্য যুদ্ধ করার এই নিষ্ঠা আমাদের শিখিয়ে দেয়—সেনাবাহিনী মানেই শুধু রণাঙ্গনের গর্জন নয়, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর মমতাময় হাতও।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা!

এই দুই সেনাসদস্যের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বলছে “হিরো স্কাই”, কেউ বলছেন “নিঃশব্দ বীর”, আবার অনেকে বলছেন, “এটাই তো বাংলাদেশ সেনাবাহিনী—নির্বাক, ত্যাগী, মানবিক।”

একজন লিখেছেন, “এইরকম ছবি ভাইরাল হওয়া উচিত। এগুলো আমাদের শেখায়—মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব।”

আরেকজন লিখেছেন, “তাঁদের নাম হয়তো আমাদের মনে থাকবে না চিরকাল, কিন্তু তাঁদের কাজ ইতিহাস লিখে রাখবে।”

সেনাবাহিনীর নিঃশব্দ জয়গান:

তাঁদের কেউ ক্যামেরার জন্য কাজ করেননি।

তাঁরা নামের জন্য দৌড়াননি। তাঁরা শুধু দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন নিঃশব্দে। তাঁরা ছিলেন আশার আলো—একজন স্কাই, আরেকজন নিরব যোদ্ধা।

তাঁরা যেন আমাদের মনে করিয়ে দেন—

“দেশপ্রেম মানে শুধু যুদ্ধক্ষেত্রে লড়াই নয়, দুর্যোগেও দায়িত্বশীলতা।”

“হিরো হয়ে ওঠা যায় শুধু সৎ মন, সাহস আর ভালোবাসা দিয়ে।”

এই দুই সেনাসদস্য ইতিহাসের পাতায় হয়তো বড় অক্ষরে লেখা থাকবে না, কিন্তু মানুষের হৃদয়ে তাঁরা থাকবেন গর্বের গল্প হয়ে—চিরজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ