শিরোনাম
‘বিয়ের দিন ঠিক করতে গিয়ে’ চোর সন্দেহে পিটুনি, রংপুরের তারাগঞ্জে জামাই-শ্বশুরের মৃত্যু রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার  কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত  দিনাজপুর বোর্ডে এসএসসির ফল চ্যালেঞ্জ করে ৫৭ জন পেলেন জিপিএ-৫, ফেল থেকে পাস ৯৯ জন নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, এইচএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা দেয়া হচ্ছে না আলোচিত আনিসার পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। জনজীবনে অত্যাবশ্যকীয় ৩৩টি ওষুধের দাম কমেছে মাদকের টাকার জন্য ৩ মাসের শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ডেস্ক নিউজ / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ এর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে।

বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক হবে, বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আজকের সেশনে যোগ দিয়ে, ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবেন।

এ পর্যন্ত সম্মেলনের দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি, কিছু বিদেশি ব্যাংকও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করার জন্য লোনের প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনায় সহায়ক নীতি তৈরি ও কার্যক্রম শিথিল করার পাশাপাশি জ্বালানি নীতি সম্পর্কেও ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্মেলনের তৃতীয় দিনে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর এবং সেই সঙ্গে ব্যবসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেবেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যার ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে। বিডার নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার অনুমতি নেই, এবং স্টারলিংকও সে নিবন্ধন পেয়ে গেছে।

আজ, ৯ এপ্রিল থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহৃত হবে, এবং সম্মেলনে অংশগ্রহণকারী সবাই সেটি ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ