পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবি জানান। তারা সরকারের কাছে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের উপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই।
সাংবাদিক সিরাতুল মুস্তাকিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, বাংলাদেশ প্রেস ক্লাবের দেবীগঞ্জ শাখার আহবায়ক আতাউর রহমান ও সদস্য সচিব এনামুল হক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ।
এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে বিভিন্ন নির্যাতনে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা ও বিগত দিন গুলোতে বিভিন্ন ভাবে হত্যায় নিহত সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার গাজীপুরে দৈনিক প্রতিদেনর কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।