শিরোনাম
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা পাকিস্তানকে ১.৪ বিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত আইএমএফের আরও দুইদিন থাকবে তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে যা জানা গেল তিন বিমান ঘাঁটি আক্রান্তের পর ভারতে পাল্টা হামলা পাকিস্তানের
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক আজকের বসুন্ধরা’ পত্রিকার উপজেলা প্রতিনিধি লালন সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান মহাসড়কে “দেবীগঞ্জের সর্বস্তরের সাধারণ নাগরিক” ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আশ্রয়ন প্রকল্পের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানবন্ধনে সাংবাদিক লালন সরকার বলেন, একই নারীর ভিডিও একাধিক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলেও মামলা হয়েছে শুধু আমার বিরুদ্ধে। ইউপি সদস্যের মামলার ঘটনাও প্রায় দুই মাস আগের। এতদিন পরে মামলা দায়ের করাটা এই মামলাগুলোর উদ্দেশ্যপ্রণোদিততারই প্রমাণ।

মামলার আরেক আসামি শাকিল ইসলাম বলেন, আমি এলাকায় ইউপি সদস্যের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করি বলে আমাকে দুইটি মামলায় আসামি করা হয়েছে। ইউপি সদস্য ওই নারীকে মামলা করতে প্ররোচিত করেছেন।

উভয় মামলার প্রথম স্বাক্ষী কদম বলেন, ঘটনার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে তারাই ভালো জানে। মামলা হওয়ার পর জানতে পারি, আমাকে স্বাক্ষী করা হয়েছে।

একই কথা জানান মামলার অপর দুই সাক্ষী ইউসুফ এবং হেলাল। মানববন্ধনে মামলার সাক্ষী ইউসুফ আলী বলেন, আমি মামলার বিষয়ে কিছুই জানি না। আমাকে যে সাক্ষী করা হয়েছে, সেটাও আগে জানতাম না।

এবিষয়ে মামলার বাদী ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, সাংবাদিক লালন আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে এটাই সত্য। যারা মানববন্ধনে বক্তব্য দিয়েছেন তারা আসামির বাবা, মা, ভাই।

তিনি আরও বলেন, লালনের ফেসবুক ভিডিও প্রথম ইউসুফ আমাকে দেখিয়েছিল, সে কারণে তাকে সাক্ষী করেছি। তবে তাকে আগে জানাইনি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পঞ্চগড় আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয় সাংবাদিক লালন সরকারকে। অপর দুই আসামি শাকিল ইসলাম ও হালিম। একটি মামলায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য নুরুজ্জামান অভিযোগ করেন, আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার শর্তে লালন তার কাছে দুই লাখ টাকা দাবি করেন।

অন্য মামলায়, হালিম নামে একজনের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের এক নারীকে ধর্ষণের অভিযোগে ২৯ মার্চ দেবীগঞ্জ থানায় মামলা হয়। পরবর্তীতে লালন সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে- তিনি ওই মামলার ভুক্তভোগীর ভিডিও সাক্ষাৎকার ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে তার সম্মানহানি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ