পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাব্বী হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাব্বী হোসেনের বিরুদ্ধে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও নির্ভরযোগ্য অভিযোগ পাওয়া গেছে। তাই তাঁকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বহিষ্কৃত ওয়ার্ড সাধারণ সম্পাদক রাব্বী হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।