বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে পঞ্চগড় জেলার যুব সমাজের বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে গঠনমূলক আলোচনা ও প্রস্তাব উত্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক নাজমুস সাকিব মুন এবং সঞ্চালনা করেন মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

সংলাপে ধারণাপত্র পাঠ করেন আরটিই অ্যাক্টিভিস্ট আরিফ বিল্যাহ। আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, রিইবের উপ-পরিচালক অ্যাডভোকেট রুহী নাজসহ আমন্ত্রিত অতিথিরা।

বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম বলেন, শুধু সমস্যা নিয়ে না ভেবে আমাদের উচিত সমাধানমুখী চিন্তা করা। যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছে, তাদের জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে ঝরে পড়া যুবদের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের দক্ষতা বাড়িয়ে নিজেদের ভাগ্য বদল করলেই সমাজে পরিবর্তন আসবে।

প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুব সমাজ। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যক্তি ও সামাজিক উদ্যোগ। একটি সমস্যার বহুমাত্রিক সমাধান খুঁজে বের করাই হবে সময়ের দাবি। যারা উচ্চশিক্ষা গ্রহণ করেনি, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে দক্ষতা অর্জনে সক্ষম—তাদের নিয়েও পরিকল্পনা করা জরুরি। আবার যারা শিক্ষিত, তাদের উচিত উদ্যোগী হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখা।

সভায় বক্তারা বলেন, যুব সমাজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কার্যকর উদ্যোগ। সংলাপে অংশগ্রহণকারীরা এই বিষয়ে একমত পোষণ করেন যে, ভবিষ্যতের জন্য যুবদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাই সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ