শিরোনাম
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, রংপুরে সেই নুনু কবিরাজ ধর্ষণ মামলায় গ্রেপ্তার! জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে: উপাচার্য মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট আমি প্রেম ছাড়া বাঁচি না: পরীমনি দেব-শুভশ্রীর ধুমকেতু’র অগ্রিম বুকিং বেড়েই চলেছে শাকিবের নায়িকা নাবিলাকে নিয়ে নিশো ফিরছেন ওটিটিতে দেশের রিজার্ভ বেড়ে ৩০.২৫ বিলিয়ন ডলারে এবার গাজার পাশে দাঁড়াল চীন, জাতিসংঘে বললো: ‘গাজা শুধু ফিলিস্তিনিদের!’ ভারত সিন্ধুতে বাঁধ নির্মাণ শেষ করলেই ১০টি মিসাইল মেরে উড়িয়ে দেবো: আসিম মুনির
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে জামায়াতের সমাবেশে অতিথির সারিতে আওয়ামী লীগ নেতা!

সিরাতুল মোস্তাকিম, পঞ্চগড় প্রতিনিধি / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

জানা গেছে, আলোচিত ওই নেতা দেবীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ওরফে মুন্সী।

রবিবার (২২ জুন) রাতে দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকায় পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক সহযোগী সমাবেশে জামায়াতের নেতাদের পাশে অতিথির সারিতে ওসমান গনিকে বসে থাকতে দেখা যায়। অনুষ্ঠানের কিছু ছবি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশটি ছিল জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ে সহযোগীদের নিয়ে আয়োজন। যেখানে জামায়াতের মনোনীত প্রার্থী মুহাম্মদ সফিউল্লাহ সুফি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বাছেদ ও সেক্রেটারি বেলাল হোসেন, পৌর আমির শেখ ফরিদ হাসানসহ

দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমন একটি রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কীভাবে অতিথির আসনে বসেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সমাবেশের প্রধান অতিথি সফিউল্লাহ সুফি এই প্রসঙ্গে বলেন, সভা আয়োজনের দায়িত্বে যারা ছিলেন তারাই এটা ভালো বলতে পারবেন। আমি ব্যক্তিগত ভাবে ওসমান গণি নামে কাউকে চিনি না।

এবিষয়ে দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসান বলেন, তিনি (ওসমান গনি) আওয়ামী লীগের কোন পদে আছেন তা আমার জানা নেই। তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। আমাদের প্রোগ্রামটি উন্মুক্ত ছিল। হয়তো কোনো সদস্যের সঙ্গে এসেছিলেন। অতিথি হিসেবে মঞ্চে থাকার বিষয়টিও পরিকল্পিত ছিল না। আমাদের অনুষ্ঠানে দর্শক সারিতে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পাঞ্জাবি-টুপি পরে উপস্থিত থাকলে তাকে সম্মান জানিয়ে মঞ্চে বসানো হয়,গতকালও তাই হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ