শিরোনাম
জামায়াতের নিবন্ধন না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি করেছে, আপিল বিভাগে শিশির মনির ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প, জাতিসংঘের উদ্বেগ সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত ডিআইজির কাছে রংপুর রিপোর্টার্স ক্লাবের স্মারকলিপি গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম চাঁদা না পেয়ে কাজে বাঁধা : চেয়ারম্যান-বিএনপি নেতার সঙ্গেও উচ্চবাচ্য বিএনপির ওয়ার্ড নেতার  খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন: ডা. জাহিদ হিলিতে বিচার দাবীতে এলাকাবাসী মানববন্ধন,বিক্ষোভ  অনুষ্ঠিত 
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

দেবীগঞ্জে কুকুরের কামড়ে আহত পাঁচ বছরের শিশু; আতংকে এলাকাবাসী 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে কুকুরের কামড়ে আহত হয়েছেন মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু। পাগল কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় আতংকে রয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।কুকুরের কামড়ে আহত মুয়াজ আব্দুল্লাহ দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশু মুয়াজ আব্দুল্লাহ তার বোনসহ পতিবেশী অন্যান্য ছেলেমেয়েদের সাথে বাড়ির সামনে খেলা করছিল। এমন সময় হঠাৎ করে একটি কুকুর এসে মুয়াজের পায়ে কামড় দিয়ে মাংস ছিঁড়ে ফেলে। তার চিৎকার শুনে প্রতিবেশি এবং বাড়ির লোকজন দৌড়ে এলে কুকুরটি পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসেন।

এবিষয়ে মুয়াজের মা মিনু আরা বেগম বলেন, বাচ্চাটা বাড়ির সমানে খেলতেছিলো। হঠাৎ করে একটি পাগল কুকুর এসে তাকে কামড়ে নেয়। তার পায়ে গভীর ক্ষত হয়েছিল। হাসপাতালে নিয়ে ড্রেসিং করিয়েছি। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় পঞ্চগড় গিয়ে ভ্যাকসিন দিতে হবে।

এদিকে দিন দিন দেবীগঞ্জে পাগল কুকুরের উৎপাত বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই মানুষসহ গৃহপালিত পশুকে কামড়ে আহত করছে কুকুরগুলো। এতে করে ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুলগামী শিশু ও বৃদ্ধরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ প্রসঙ্গে মোঃ নাবিউল হাসান নামে স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, আমাদের এলাকায় পাগল কুকুরের উৎপাত এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো কিংবা রাতে বাইরে বের হওয়া নিয়ে পরিবারগুলো আতঙ্কে থাকে। প্রশাসনের উচিত এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, বর্তমানে বিদ্যমান আইন অনুযায়ী কুকুর নিধন করা সম্ভব নয়। তবে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে আমরা খুব শীঘ্রই পৌর এলাকায় কুকুরের টিকাদান কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছি। এতে করে র‍্যাবিসসহ অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ