বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার করতে হবে: জামায়াত আমির

ডেস্ক নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছে। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সময় জাতির সামনে তুলে ধরেছেন। আমরা সংস্কার সাপেক্ষে এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে। তবে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার করতে হবে। কেননা সংস্কার না হলে দেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তা পূরণ হবে না। আর দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার আলোকে এক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর দ্য ওয়েস্টিন রেস্টুরেন্টের গ্র্যান্ড বলরুমে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্রকে সুসংহত ও টেকসই করার বিষয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে সংস্কার জরুরি। যে সংস্কারের জন্যই জনআকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছেন। আমরা দলগতভাবে গণতন্ত্রের চর্চা করি, রাজনীতিবিদদের শ্রদ্ধা করি। একে অপরের প্রতি এই শ্রদ্ধাবোধ প্রয়োজন।

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, পৌনে দুই কোটি বাঙালি প্রবাসে অবস্থান করছেন। প্রবাসীদের একটি বড় অংশ অদক্ষ শ্রেণির শ্রমিক, যারা কঠিন পরিশ্রম করেন। কিন্তু যা উপার্জন করেন তা ‘দিন আন্তে পান্তা ফুরানো’র মতো। যাদের মৃত্যুর পর লাশটা নিয়েও টানা-হ্যাচড়া হয়। আমরা তাদের বলেছি, তোমারা বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের সহযোগিতা কর, কিছু প্রতিষ্ঠান তোমরা গড়ো; যেখানে ল্যাঙ্গুয়েজ ও টেকনিক্যাল স্কিল আমাদেরকে প্রভাইড করা হবে। এতে আমরাও লাভবান হব, তোমরাও লাভবান হবা। আমরা চাই, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে।

আলোচনায় বাংলাদেশে বেলজিয়ামের অ্যাম্বাসি স্থাপন, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নের গুরুত্বরোপ, রোহিঙ্গা সমস্যার মর্যাদাপূর্ণ সমাধান, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও ফান্ডের যথাযথ ব্যবহারসহ শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নসহ নানা বিষয়ে ফলশ্রুত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের, হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, এটিএম মাসুম, নায়েবে আমির মজিবুর রহমান, মাওলানা আনম শামসুল আলম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ