শিরোনাম
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু,আহত ১২ সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করেই ঘরে ফিরলেন ছাত্রদলের নেতাকর্মীরা রংপুরের হারাগাছে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ ৫ আগষ্ট ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার দিনাজপুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় উসকে দেয়ার অভিযোগে সাংবাদিক আটক দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৪ মাসের শিশুর মৃত্যু, মা-বাবা আশঙ্কাজনক শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা ঘোষণা দিলো ছাত্রদল এবার ২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৪ মাসের শিশুর মৃত্যু, মা-বাবা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা-বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (০৩ আগস্ট) ভোরে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, ভাড়াটিয়া দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর সাড়ে চারটার দিকে বাচ্চার দুধ বানাতে পানি গরম করার জন্য রান্নাঘরে যান শিশুটির মা। আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে সবাই মিলে তাদের হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আগুনে শিশু রায়হান মারা গেছে। শিশুটির বাবা রিপন মিয়া ও মা হাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ