শিরোনাম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮ পাটগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ: পুলিশ ও নেতাকর্মী আহত, বিজিবি মোতায়েন বেরোবি পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. রশিদুল ইসলামের যৌন হয়রানির দ্রুত বিচার না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সকালে বিএনপির কমিটি ঘোষণা, দুপুরে বাতিলের দাবিতে বিক্ষোভ বেরোবিতে কর্মচারী আপগ্রেডেশন: এক যুগের বঞ্চনার অবসান কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী জা‌কি‌রের পিএস গ্রেপ্তার চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক ভিডিও, অভিনয় দেখে স্বামী গ্রেফতার মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে দুই শিক্ষার্থী আসিফ মাহমুদ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে : পিনাকী মাদক বেচাকেনার অভিযোগে মুরাদনগরে মা ও মেয়েসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা!
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

দুই ভারতীয়র বাংলাদেশি এনআইডি নেওয়া নিয়ে পঞ্চগড়ে চাঞ্চল্য

স্থানীয় রিপোর্ট / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

প্রমাণ ছাড়াই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করেছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার বাসিন্দা পরিচয়ে তাঁরা বাংলাদেশের সিম কার্ড কিনেছেন এবং ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে এনআইডি দুটি ব্লক করার কথা জানানো হয়েছে।

এই দুই ব্যক্তি হলেন বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান। নথি অনুযায়ী, তাঁরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারী গ্রামের বাসিন্দা। তবে সম্প্রতি তাঁরা পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব সনদ এবং এনআইডি গ্রহণ করেন। তাঁরা বাংলাদেশের মোবাইল সিম কিনেছেন এবং ব্যাংক হিসাবও খুলেছেন।

খবরটি প্রকাশ পাওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনুসন্ধানে জানা যায়, জায়গীরপাড়া এলাকার কোনো বাসিন্দাই তাঁদের চেনেন না। এলাকাবাসীরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে চেনেন, কিন্তু এই পরিবারকে কেউ কখনও এলাকায় দেখেননি।

বোদা উপজেলা প্রশাসন জানায়, ঘটনাটি জানার পর কীভাবে ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড পেয়েছেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে তাঁদের এনআইডি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই নির্বাচন অফিস আপাতত অভিযুক্তদের এনআইডি স্থগিত করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ