টানা দুই বছর ধরে মাধ্যমিক পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে না পারায় অবশেষে বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সরকারি অনুমোদনক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে গেজেট প্রকাশের পর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বাবুরহাট বালিকা বিদ্যালয়’।
২৩ জুলাই (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন সাইনবোর্ড উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। এ সময় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা নুরনবী দুলাল এর উদ্যোগে ও প্রচেষ্টায় নাম পরিবর্তনের বিষয়টি গেজেটভুক্ত হয় এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়টি নতুন পরিচয়ে যাত্রা শুরু করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে। স্থানীয় এলাকাবাসীও আশা করছেন, নতুন নামের সঙ্গে সঙ্গে বিদ্যালয়টির শিক্ষার মানেও আশানুরূপ উন্নতি ঘটবে।