ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর আগামী শুক্রবার (৪ জুলাই) রংপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর জেলা ও মহানগর জামায়াতে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচারের দাবি, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার এসব দাবি উপস্থাপিত হবে উক্ত মহাসমাবেশে।
আবদুল হালিম বলেন, ১৪ বছরের কারা জীবন শেষে রংপুরের গর্বিত সন্তান এ টি এম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে। এই জনসভা হবে ত্যাগের মূল্যায়ন, অন্যায়ের প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
শ্রমিক-পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিভাজন ভুলে জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীসহ জেলা ও মহানগরের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।