দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮ জেলা থেকে ১ লাখ ৮২ হাজার ৪১০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে ছেলে ৯২ হাজার ৬৭০ জন ও মেয়ে ৮৯ হাজার ৭৪০ জন। মেয়ের থেকে ছেলে পরীক্ষার্থী দুই হাজার ৯৩০ জন বেশি।
আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ৮ জেলায় ২৮০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সুত্রে জানা যায়, দিনাজপুর শিক্ষার্থীর মধ্যে নিয়নিত ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন ও অনিয়মিত ৩২ হাজার ৭৬৭ জন।
যার মধ্যে বিজ্ঞানে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিকে ৮২ হাজার ৩৮৫ জন ও ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৩১৭ জন।
বোর্ডের ৮ জেলার মধ্যে রংপুরে ৫১টি কেন্দ্রে ৩২ হাজার ৯৮২ জন, গাইবান্ধার ৪০ কেন্দ্রে ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারী জেলায় ২৭টি কেন্দ্রে ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রাম জেলায় ৩৪ কেন্দ্রে ২০ হাজার ৫৩ ৪জন, লালমনিরহাট জেলায় ২০ কেন্দ্রে ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৬২টি কেন্দ্রে ৩৮ হাজার ১৩২ জন, ঠাকুরগাঁও জেলায় ১৭ হাজার ৯৮৪ জন ও পঞ্চগড় জেলায় ১২ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবার এসএসসি জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩২৪ জন শিক্ষার্থী।