দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলা পাসের হারে শীর্ষে এবং জিপিএ-৫-এ শীর্ষে আছে দিনাজপুর জেলা। ঠাকুরগাঁওয়ে পাসের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ। দিনাজপুরে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
এ বছর দিনাজপুর থেকে ৩৭ হাজার ৫৩৭ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৬ হাজার ৬১জন পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন। পাসের হার ৬৯.৪৩ শতাংশ।
রংপুর জেলা থেকে ৩২ হাজার ৯১৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২ হাজার ৫৬৬ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন। পাসের হার ৬৮.৫৫ শতাংশ।
নীলফামারী জেলা থেকে ২১ হাজার ২৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪ হাজার ২৮০ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪২ জন। পাসের হার ৬৭.৩৪ শতাংশ।
গাইবান্ধা জেলা থেকে ২৫ হাজার ৭৮১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৭ হাজার ৮৭ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১২ জন। পাসের হার ৬৬.২৮ শতাংশ।
কুড়িগ্রাম জেলা থেকে ২০ হাজার ১০০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২ হাজার ৫৩২ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৮ জন। পাসের হার ৬২.৩৫ শতাংশ।
লালমনিরহাট জেলা থেকে ১৪ হাজার ১০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮ হাজার ৫৯১ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৬১২ জন। পাসের হার ৬০.৯১ শতাংশ।
ঠাকুরগাঁও জেলা থেকে ১৭ হাজার ৭৩৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২ হাজার ৫০২ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২২ জন। পাসের হার ৭০.৪৯ শতাংশ।
পঞ্চগড় জেলা থেকে ১২ হাজার ৮৫১ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ হাজার ৫২৭ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯৫ জন। পাসের হার ৬৬.৩৫ শতাংশ।