শিরোনাম
৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে দুর্নীতি; জামায়াত নেতাকে শোকজ দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ ৩ কোটি টাকা বিলের তদবির করতে গিয়ে বৈষম্যবিরোধীর দুই ছাত্রনেতা আটক মিঠাপুকুরে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক কাউনিয়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!  আ. লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪ জনকে পুশইন

ডেস্ক নিউজ : / ২৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

চারজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশ-ইন করার সময় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।

বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে দু’জন নারী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে দু’জন পুরুষকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের সময় বিজিবি তাদের আটক করে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

আটকরা হলেন – নড়াইল সদর উপজেলার ডহর শেখহাটি গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), যশোর জেলার শার্শা উপজেলার বাইরাকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী মোছা. রুপালি খাতুন (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের মেয়ে মনোয়ারা খাতুন (৬৩)।

বিজিবি জানায়, পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে বিওপির দায়িত্বাধীন পিলার ৩৩৫/এমপি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামচন্দ্র বিওপির ৩২৮/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের সদস্যরা প্রথমে দু’জন নারী এবং পরে আরও দু’জন পুরুষ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর সময় বিজিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে। পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে দু’জন পুরুষকে দিনাজপুর জেলার বিরল এবং দুই নারীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিজিবি দু’জন নারীকে আটক করে থানায় দিয়েছে। বিকেলে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ