দিনাজপুর শহরের কোতয়ালী থানাধীন পূর্ব দপ্তরীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং তার ভাই পলাতক রয়েছেন।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ আমিনুল ইসলাম (৪০) এবং পলাতক মোঃ রানা (৩৬) দুজনই মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে ও পূর্ব দপ্তরীপাড়ার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দপ্তরীপাড়ায় রানা’র বাড়ি ঘিরে ফেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বাড়ির মূল গেটের সামনে থেকে আমিনুলকে আটক করে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে রানা’র শয়নকক্ষের মেঝেতে রাখা প্লাস্টিকের বস্তা থেকে আরও ১২ কেজি গাঁজা এবং ওয়্যারড্রপের ড্রয়ার থেকে দুই প্যাকেটে মোট ৩৬০ পিস ইয়াবা (ওজন ৩৬ গ্রাম) উদ্ধার করা হয়।
জব্দ করা গাঁজা ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা বলে পুলিশ জানায়। উদ্ধারকৃত আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের এই পরিদর্শক।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ), ১০(ক) ও ৪১ ধারায় কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।