শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত থাকবে আহত বাচ্চাগুলোকে প্রয়োজনে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে দিল্লি আনা হোক উদ্বোধনের চার বছরেও চালু হয়নি খানসামার ২০ শয্যার হাসপাতাল, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত মিঠাপুকুরে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে খরস্রোতা মানাস নদী আজ বর্ষা মৌসুুমেও পানি শুন্য। বাবার কপালে চুমু খেয়ে ক্লাসে যেত হুমায়রা, মেয়ের কফিনে চুমু দিয়ে বিদায় দিলেন বাবা সিও বাজারে গ্যাস পাম্প বিস্ফোরণ; দুটি কারণ অনুসন্ধান করেছে বিস্ফোরক পরিদপ্তর মাইলস্টোন ট্রাজেডি; হতাহতের জন্য বেরোবিতে বিশেষ দোয়া
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ

ভুবন সেন, দিনাজপুর / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি, শিক্ষা বোর্ডের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে অবরোধ শুরু করলে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এর আগে শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, যুদ্ধবিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর পরও নির্ধারিত পরীক্ষা বন্ধ না করে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অমানবিকতার পরিচয় দিয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অবস্থানে অনড় থাকেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা বাদশা আল কাওসার বলেন,“সহপাঠীদের মৃত্যু ও এই মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা চালিয়ে যাওয়া মানবতাবিরোধী। আমরা শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে একটি স্মারকলিপিও জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ