শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি, শিক্ষা বোর্ডের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন তারা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে অবরোধ শুরু করলে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এর আগে শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, যুদ্ধবিমান দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর পরও নির্ধারিত পরীক্ষা বন্ধ না করে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অমানবিকতার পরিচয় দিয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অবস্থানে অনড় থাকেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা বাদশা আল কাওসার বলেন,“সহপাঠীদের মৃত্যু ও এই মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা চালিয়ে যাওয়া মানবতাবিরোধী। আমরা শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে একটি স্মারকলিপিও জমা দিয়েছে।