প্রায় পৌনে তিনশ বছরের ঐতিহ্য এবং রাজপরিবারের শতবর্ষের প্রথা মেনে, দিনাজপুরে নদীপথে সম্পন্ন হলো শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা। জন্মাষ্টমীর একদিন আগে পূর্ণভবা নদীর দুই তীরে ভক্তদের ঢল নামে এই শোভাযাত্রা ঘিরে।
দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে নৌপথে রাজবাড়ীতে পৌঁছায় কান্তজীউ বিগ্রহ। পূজা-অর্চনা শেষে কান্তনগর ঘাট থেকে শুরু হয় যাত্রা, যা পূর্ণভবা নদীর প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে শতাধিক ঘাটে থামে। এসময় নদীর দুই তীরে দাঁড়িয়ে ভক্তরা দুধ, কলা, ফল, নারকেলসহ নানা উপহার উৎসর্গ করেন বিগ্রহকে।
শঙ্খধ্বনি, ঢাকের বাজনা ও ভক্তদের কীর্তনে উৎসবে মেতে ওঠে নদীর দুই তীর। যাত্রার নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, এই নৌযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দিনাজপুরের প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে।
সন্ধ্যায় রাজবাড়ীতে পৌঁছে যাত্রা রূপ নেয় ভক্তির মহামিলনমেলায়। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য ভক্তি, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আজও সমান জাঁকজমক নিয়ে পালিত হয়ে আসছে।