র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চোরাকারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ০৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০২নং কাটাবাড়ী ইউপির ০১নং কাটাবাড়ী এলাকা থেকে ধৃত আসামী মিজানুর রহমান সুজা (৩৫) এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের ০১টি ৩৭ কেজি ওজনের আনুমানিক ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা) মূল্যমানের মূর্তি (মা ও শিশু প্রতিকৃতি) সহ অভিযুক্ত আসামি ১। মিজানুর রহমান @ সুজা (৩৫), পিতা-মৃত খলিলুর রহমান, ২। গোলাম ফিরোজ লিটন (৩০), পিতা- আঃ কুদ্দুস, উভয় সাং- ০১ নং কাটাবাড়ী, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং ৩। শিবু সরকার (৩০), পিতা- অনিল চন্দ্র সরকার, সাং- লক্ষ্মনপুর বাড়াইশাল পাড়া, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারী’দেরকে উল্লেখিত আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।