দিনাজপুরে শামসুর হক (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার(০৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুরা বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামসুর হক সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের তাজপুর মেম্বারপাড়া এলাকার মৃত ইব্রাহীমের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি গাবুরাহাট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের সাথে সর্বশেষ কথা হয় শুক্রবার। রোববার দুপুরে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ও পিবিআই সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানিয়েছেন,ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।