দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ হামলায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় দুটি মাইক্রোবাস ও পাঁচজন সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটা থেকে জীবন চৌধুরীর সমর্থকেরা পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ করছিলেন। এরই মধ্যে বিকেল তিনটার দিকে সাত শতাধিক তৌহিদী জনতার সমর্থক ঘটনাস্থলে এসে জীবন চৌধুরীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। উভয় পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। এসময় কিছু দুর্বৃত্ত পার্কে প্রবেশ করে লুটপাট চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত ১৭ আগস্ট একই পার্কে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তৌহিদী জনতার নেতা মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, জীবন চৌধুরীর লেলিয়ে দেওয়া লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।