দিনাজপুরের কাহারোল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টাকালে পুলিশের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটির সময় পুলিশের টহল দল মুখে গামছা ও মাস্ক পরিহিত একদল ব্যক্তিকে দেখে সন্দেহ করে। চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে পুলিশ।
কাহারোল থানা পুলিশ জানায়, ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশ ধাওয়া করে আসাদ ও আরিফ নামে দুজনকে আটক করে। তাদের দুজনের বাড়ি দিনাজপুর শহরে বলে জানা গেছে।
এ সময় তাদের কাছে শুকনো খাবার, কাপড়, একটি ডিসকভার মোটরসাইকেল,চারটি মোবাইলফোন এবং একটি স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নামে একটি ব্যানার যাতে লেখা ছিল ‘গণতন্ত্রের পথ ধর, ফ্যাসিস্ট ইউনূসকে বিদায় কর’।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
কাহারোল থানার ওসি রুহুল আমীন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।