দিনাজপুরে ঝড়ের সময় রাস্তার পাশের গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশু ও অটোচালক।
শুক্রবার (২৫জুলাই) বিকেলে সদর উপজেলার আঙ্গরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ গীতা রানী (৪৫) সদর উপজেলার কমলপুর এলাকার রামপালের স্ত্রী। আহত শিশু মাহবুবা (২৭ মাস) বাসুদেবপুরের শাহিনুর ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় একটি ব্যাটারিচালিত অটোটি আঙ্গরা পুল পার হওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে থাকা গাছটি উপড়ে গিয়ে অটোর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই গীতা রানী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ গাছ আগেই অপসারণ করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। তারা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের দাবি জানান।