শিরোনাম
রংপুরে একদিনে আরও ২ ডেঙ্গু রোগী, সারাদেশে ৩৯১; মৃত্যু ১ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রদল নেতার পদত্যাগ মিটফোর্ডে হত্যা ইস্যুতে এনসিপির ‘লেজুড়বৃত্তি’, পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী নেতা অনৈতিক কাজের অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা ভূমিহীনদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার দাবি বিএনপি নেতাদের বিরুদ্ধে আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যারা হাসিনাকে তাড়িয়েছে, তারা চাঁদাবাজদের ভয় পায় না: নাহিদ মিটফোর্ডে হত্যাকাণ্ড: ছাত্রদলের ৫ নেতাকর্মীর পদত্যাগ চাঁদাবাজির বিরুদ্ধে একশন নিতে গিয়ে এক সপ্তাহের মধ্যে বদলি হয়ে গেছি: এএসপি নুর
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

দিনাজপুরে জাতীয় পার্টির নেতা পদত্যাগ করে জামাতে যোগ দিয়েছেন

স্থানীয় রিপোর্ট / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক নেতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদ জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

 

জামায়াতের দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি আবদুর রহমানের কাছে সহযোগী সদস্য ফরম জমা দেন শেখ রাজু। তিনি দীর্ঘদিন ঘোড়াঘাট উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন। তবে গত বছর জুলাই-আগস্টের আন্দোলনের পর রাজনীতির পালাবদলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। এরপর গত ২৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ঘোড়াঘাট উপজেলা জাপার সভাপতি আরিফুজ্জামান রানার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জামায়াতে যোগদানের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে শেখ রাজু লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগদান করে নিজেকে গর্বিত করলাম। দোয়া করবেন সকলে।’

এ বিষয়ে শেখ রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টি এখন স্বাধীনভাবে চলতে পারছে না। জি এম কাদের সাহেব যে কাজ করছেন, তা আগের জাপা নয়। জামায়াতের কার্যক্রম ও সংগঠন ভালো লেগেছে। আমি কোনো পদ-পদবি চাইনি, শুধু সহযোগী সদস্য হিসেবে আছি। বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রতি আগে থেকেই অনীহা ছিল। তাদের রাজনীতি আমার পছন্দ নয়। আমি আমার বন্ধু জামায়াত নেতা আবদুর রহমানের মাধ্যমে দলে যোগ দিয়েছি।’

জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা বলেন, শেখ রাজু আহমেদ সদস্য হয়েছেন, এটা সত্য; কিন্তু কীভাবে সদস্য হয়েছেন, তা তাঁর জানা নেই। জাতীয় পার্টির থানা পর্যায়ের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার এভাবে জামায়াতে যোগদানের সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ