ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও শীর্ষ নেতাদের উপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও রাষ্ট্রীয় বাহিনীর যৌথ হামলার অভিযোগ এনে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিক্ষোভটি সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সদর থানা হয়ে জাতীয় পার্টির অফিসের দিকে এগিয়ে গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে মিছিলটি থানা মোড় থেকে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গোলাম আজম, সহ-সভাপতি রেজয়ান ইসলাম সজীবসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং উল্লেখ করেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।