“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে দিনাজপুরে আজ (১৯ জুলাই) সকালে শুরু হয় ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি।
জেলার ১৩টি উপজেলা, ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় একযোগে রোপণ করা হয়েছে ৮ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে গোর-এ-শহীদ বড় ময়দানে ৯ শহীদের নামে ৯টি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন মারুফ, বন বিভাগের আনোয়ার হোসেন সরকার, পৌর প্রকৌশলী মিনারুল ইসলাম সোহেল, ইউএনও শাহীন সুলতানা, এসিল্যান্ড রোরহান উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।