দিনাজপুরের বীরগঞ্জে নিজ শয়ন কক্ষ হতে দিলারা বেগম (৫৫) নামে এক গৃহবধুর গলাকাটা মৃতদেহ উদ্ধার পুলিশ।
দিলারা বেগম বীরগঞ্জ পৌর শহরের ফাযিল মাদরাসা পাড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী।
শনিবার দুপুরে নিজ শয়ন কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত আবুল হোসেন ছোট ভাই মোঃ সেলিম জানান, প্রায় ৩বছর পুর্বে বড় ভাই আবুল হোসেন হৃদরোগে মারা যাওয়ার পর একাই বাড়ীতে বসবাস করেন ভাবী দিলারা বেগম। শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় তার আবুল হোসেনের পালিত মেয়ে আবিদা ইফনিত আভা (২০) বাড়ীতে এসে দিলারা বেগমকে মেঝেতে পড়ে থাকতে দেখে বাড়ীর সবাইকে ডেকে আনে। বাড়ীর লোকজন প্রথমে অজ্ঞান হয়ে পড়েছে মনে করে তুলতে গেলে মেঝেতে রক্ত দেখতে পায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তাৎক্ষণিক ভাবে কিছু খোয়া যাওয়ার বিষয়ে জানা না গেলেও ঘরের একটি আলমারীর হ্যান্ডেল ভাঙ্গা এবং দিলারা বেগমের ব্যবহারিক মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন দল কাজ শুরু করেছে। মৃতের গলার দুই জায়গায় কাটার চিহৃ রয়েছে। এই হত্যাকান্ডটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।