দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়ায় স্বামী-স্ত্রীর গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মানিক চন্দ্র রায় (৪০) ও তাঁর স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। নিহত মানিক ওই এলাকার গোবিন্দ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে পারিবারিক কলহের জেরে মানিক চন্দ্র রায় ও তাঁর স্ত্রী গ্যাসের ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে তাদের সন্তান ও স্বজনরা দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।