বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

ভুবন সেন, দিনাজপুর / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাধবের ঘাট এলাকায় সোমবার দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের সময় কয়েকজন শিশু একসাথে নদীতে গোসল করছিলেন। এ সময় দুই শিশুকে নদীর প্রবল স্রোত তলিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। তৎপরতার ফলে রুকাইয়া আক্তার (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রুকাইয়া কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের এছাড়পাড়ার রাজ্জাকের মেয়ে। অপর শিশু আলিফা নুর (১২) একই এলাকার আলমগীরের মেয়ে এখনও নিখোঁজ। তার উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা সতর্ক করে জানান, নদীতে গোসলের সময় শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে এবং কেউ নদীর প্রবল স্রোতের দিকে যেন না যায়।

ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজ শিশুর সন্ধান পাওয়ার জন্য রংপুর থেকে ডুবুরি দল রওনা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ