দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সাবরেজিস্টার অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়ে ৩৫ হাজার ৫০০ টাকা ও কিন্তু রেকর্ড পত্র জব্দ করে দুদক।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিতি ছিলেন দুদকের উপপরিচালক আতাউর রহমান,সহকারী পরিচালক খায়রুল বাশার,সহকারী পরিচালক ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক আবুল কালাম।
দুদকের উপপরিচালক আতাউর রাহমা জানান, চিরিরবন্দর উপজেলা সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দলিল সম্পাদন,জাবেদা নকল তোলাসহ বিভিন্ন কাজে সরকার নির্ধারিত ফি বাদেও অতিরিক্ত টাকা আদায় করে । এছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে জমির প্রকৃতি পরিবর্তন করে দলিল রেজিস্ট্রি করে।এতে সরকার রাজস্ব হারাচ্ছে ও গ্রাহক হারানি শিকার হচ্ছে । এর প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি।অভিযান পরিচালনা কালে অফিসের নকল নবিশ দুলাল চন্দ্র রায়ের নিকট হতে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে বিভিন্ন জনের কাছে সে কাজের বিনিময়ে এ টাকা নিয়েছে।আরেক অফিস সহকারী লুৎফর রহমান ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। সে বলেছে এটা তার বাড়ির টাকা। এটা সাবরেজিস্টার ও জেলা রেজিস্ট্রার মহোদয় তদন্ত করে দেখবেন। আর দুলাল কে সাময়িক বহিষ্কারের জন্য জেলা রেজিস্ট্রার মহোদয় কে অবগত করা হয়েছে। এবং লুৎফর রহমান বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা মোট ৩৫ হাজার ৫০০ টাকা জব্দ করেছি আর অফিসে প্রয়োজনীয় কিছু রেকর্ড পত্র নিয়ে যাচ্ছি।