মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের টহলকৃত গাড়িতে ঢাকাতির চেষ্টা আটক-২

ডেস্ক নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে রাত্রিকালীন পুলিশের টহলকৃত গাড়িতে ডাকাতির চেষ্ঠায় ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার ভোরের দিকে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের খাঁ-পুকুর নামক স্থানে হিলি স্থলবন্দর রাস্তায় নির্মানাধীন ব্রীজের পূর্ব পাশে এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন,জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক(৪৯), একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চু ছেলে আজিজার রহমান (৩৮)। এছাড়াও তাদের সহযোগী কয়েকজন পালিয়ে যায় তবে আটককৃতদের দেওয়া তথ্য মতে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। এদের মধ্যে ইমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থাকায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক।

পুলিশ জানায়, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল। একই সময় ডাকাতের একটি দল ২ নং পালশা ইউনিয়নের খাঁ পুকুর নামক স্থানে হিলি স্থলবন্দর রাস্তায় নির্মানাধীন ব্রীজের পূর্ব পাশে এলাকায় পুলিশের গাড়িটি আসলে ডাকাতদল যাত্রীবাহী গাড়ি ভেবে গতিরোধ করে ডাকাতির চেষ্ঠা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্ঠ করে। পরে তাদের মধ্যে তিনজন পালিয়ে গেলেও ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতি কাজে ব্যবহার করা বেশকিছু দেশীয় অস্ত্র লাঠি ও রশি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক জানায়, সাধারণ পাবলিকের গাড়ি মনে করে পুলিশের একটি টহলকৃত গাড়িকে গতিরোধ করে ডাকাতি’র চেষ্ঠা করে ডাকাত দল। তাদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ